
উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ড টোল প্লাজার সামনে যান্ত্রিক ত্রুটির কারনে বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।
সুত্রে জানা যায় ২৮ অক্টোবর পৌনে ১২ টার দিকে বরিশাল থেকে খুলনা উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাস যাহার রেজিস্ট্রেশন নং- ব্রাহ্মণবাড়িয়া -ব, ১১-০০০৪ উক্ত পরিবহনটির পিছন থেকে ব্যাটারি সংযোগ যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সুত্রপাত হয়েছিলো। এতে গাড়িটি উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোন কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উজিরপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এছাড়া ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানা পুলিশ রয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতি ৬/৭ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চলছে।