
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আওতাধীন কলাপাড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে সোমবার (২৭ অক্টোবর) ১৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মোঃ রফিকুল ইসলাম সভাপতি এবং ফখরুল আলম হাওলাদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার, সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন বাদল, সহ-সাধারণ সম্পাদক: মোঃ শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী রুহুল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক তাবিদ আদনান বাদল, কোষাদক্ষ মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সুমন,মৎস্য বিষয়ক সম্পাদক: মোঃ কবির ভদ্র,মহিলা বিষয়ক সম্পাদক নওশীন আফরোজ সিনথিয়া,প্রচার সম্পাদক মোঃ সাইদ হাসান হাওলাদার, ক্রিড়া সম্পাদক মোঃ আকতারুজ্জামান এবং সদস্য জামাল চৌকিদার, রহিম হাওলাদার, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ ছিদ্দিক।
কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নতুন নেতৃত্বের মাধ্যমে কলাপাড়ার ক্ষুদ্র মৎস্যজীবীদের সংগঠন আরও সংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।