
ইফতেখার শাহীন, বরগুনা। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বরগুনার কনসালটেন্ট ফিজিও থেরাপিষ্ট ডাক্তার মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাখ্যান ও বদলীর আদেশ বাতিলের দবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন মহল ও ভূক্তভোগী রোগীরা।
রবিবার সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বরগুনা আজিজিয়া ডিজিটাল মিডিয়ার প্রোপ্রাইটার আবদুল আজিজ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, সাবেক ব্যবসায়ী আলাউদ্দিন আবেদ, ভূক্তভোগী রোগী কালাম মোল্লা, আনছার আলী, নারায়ন চন্দ্র প্রমূখ।
মানববন্ধন শেষে বরগুনার জেলা প্রশাসক শফিউল আলমের মাধ্যমে সমাজসেবা সচিবের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।