
মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা ঃভোলায় নবাগত জেলা প্রশাসক ড.শামীম রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত জেলা প্রশাসক ড.শামীম রহমান বলেন, “ভোলার উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গণমাধ্যমই আমাদের প্রধান সহায়ক শক্তি। উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।”
তিনি আরও জানান, প্রশাসনের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং জনগণের সমস্যা সমাধানে তিনি সর্বদা আন্তরিক থাকবেন বলে জানান।