
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে রাঙ্গামাটি নদী থেকে অজ্ঞাতনা এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
রবিবার (২ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার দুধল ইউনিয়নের গোমা ফেরীঘাট সংলগ্ন রাঙ্গামাটি নদীর পূর্ব পাড়ের পংখী মার্কেট নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সুত্র জানায়, উপজেলার দুধল ইউনিয়নের রাঙ্গামাটি নদীর ধারে অজ্ঞাত পুরুষের হাত-পা বাঁধা অবস্থায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা সরসী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরবর্তীতে রাত ৯ টায় পুলিশ ফাঁড়ির এস আই অহিদুল্লাহ ও চরামদ্দি পুলিশ ক্যাম্পের এস আই আলমগীর নদী থেকে লাশ উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেন।
নিহতের পরনে মেরুন কালারের হাফপ্যান্ট ও গায়ে টি শার্ট রয়েছে।হাত-পা বেঁধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ নদীতে ফেলে দিয়েছে বলে পুলিশের ধারণা।