
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও শীতকালিন বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরন করেন ইউএনও আলী সুজা।
৬ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালিন বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরনের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুর হোসেন, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও কৃষক-কৃষানী। প্রায় ২ হাজার কৃষকের মাঝে গম,সূর্যমুখী,চিনা বাদাম,সয়াবিন,খেসারী, সরিষা,ফেলোন ও বোরো ধান,মুগসহ বিভিন্ন প্রজাতির বীজ ও সার পর্যায়ক্রমে বিতরন করা হবে। রাসায়নিক সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।