1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দুলাল গ্রেফতার - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন

বাবুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দুলাল গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানী ঢাকার খিলগাঁও এলাকার একটি জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে খিলগাঁওয়ের একটি মসজিদে যান কাজী ইমদাদুল হক দুলাল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাকে সেখান থেকে আটক করে এবং পরে ডিবির প্রধান কার্যালয়ে নিয়ে যায়।
আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল দীর্ঘদিন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ছিলেন। আগস্ট ২০২৪ পরবর্তী সময় থেকে তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছিলেন এবং নিজস্ব ব্যবসা পরিচালনা করছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঠাকুর মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭৩ নং কেন্দ্র) দখলের অভিযোগে এ মামলা করা হয়। অভিযোগে বলা হয়েছে, আসামিরা অস্ত্রের মুখে ধানের শীষ প্রতীকের এজেন্টদের মারধর করে কেন্দ্র দখল করেন, মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
ওই মামলায় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই মামলাতেই সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলালকে আটক করা হয়েছে।
এদিকে, কাজী ইমদাদুল হক দুলালের গ্রেফতারের খবরে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন এবং এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network