
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে সাংবাদিক শামীম মীরের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খোলার অভিযোগ উঠেছে। এই আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ও অশালীন মন্তব্যসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ এনে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
গৌরনদী প্রেসক্লাবের সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রতিদিনের কাগজ-এর গৌরনদী প্রতিনিধি, সাংবাদিক শামীম মীর (জিডি নম্বর–৩৩৬, তারিখ–০৯/১১/২০২৫) তার অভিযোগে উল্লেখ করেন যে, গত ০১ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে “Samim Mir” নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়। ওই ভুয়া আইডিটিতে তাঁর নিজস্ব ছবি ব্যবহার করা হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি ও অশালীন মন্তব্যসহ নানা ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। যেহেতু সাংবাদিক শামীম মীরের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের নামও “Samim Mir”, তাই এই ভুয়া আইডি ব্যবহারের কারণে সাধারণ মানুষের মধ্যে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। ভুয়া আইডিটির লিংক ID 61583516907779 তাঁর নজরে আসার পরই তিনি দ্রুত এ বিষয়ে থানায় জিডি দায়ের করেন।
এ বিষয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান: “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা সাংবাদিক শামীম মীরের ছবি ও নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলে এই অপপ্রচারের চেষ্টা করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিক শামীম মীর ভুয়া আইডি ব্যবহার করে অপপ্রচার, জালিয়াতি এবং গুজব ছড়ানোকে একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি সমাজের সকল নাগরিককে এই ধরনের অপপ্রচারমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সচেতন থাকার জন্য অনুরোধ করেন, যাতে তারা ভুয়া তথ্যের শিকার না হন।