
কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়ার নীলগঞ্জ জিরো পয়েন্ট থেকে আটককৃত জাটকা মাছ উপজেলার মাদ্রাসাগুলোতে বিতরণের জন্য উপজেলা পরিষদ চত্বরে আনা হয়।
তবে অভিযোগ উঠেছে, মাত্র কয়েকটি মাদ্রাসায় ১০-১৫ পিস করে মাছ দেওয়ার পর বাকি মাছগুলো উপজেলা মৎস্য বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মোঃ মহসিন রেজার উপস্থিতিতে উপজেলা স্টাফদের সহযোগিতায় ছিনিয়ে নেওয়া হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত এসব জাটকা মাছ দরিদ্র শিক্ষার্থীদের পুষ্টি সহায়তা হিসেবে বিভিন্ন মাদ্রাসায় বিতরণের কথা ছিল। কিন্তু প্রকৃতভাবে সেই উদ্দেশ্য পূরণ না হয়ে মাছের একটি বড় অংশ অজ্ঞাতভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।