1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জের নাম থেকে ‘অবহেলিত’ শব্দটি মুছে দেব : রাজীব আহসান - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জের নাম থেকে ‘অবহেলিত’ শব্দটি মুছে দেব : রাজীব আহসান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের মনোনীত প্রার্থী রাজীব আহসান বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের ইতিবাচক ভূমিকা সমাজ উন্নয়নে অনুপ্রেরণা যোগায়। সাংবাদিকরা সমাজের আয়না; সত্য তুলে ধরার কাজটি অব্যাহত রাখুন।

 

 

মনোনয়ন ঘোষণার পর সোমবার প্রথমবারের মতো নিজের জন্মভূমি মেহেন্দিগঞ্জে আগমন করেন রাজীব আহসান।

 

 

মেহেন্দিগঞ্জে পৌঁছানোর পর তিনি মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি ও কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ মতবিনিময় সভা করেন। এ ছাড়াও বরিশাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

মতবিনিময় সভায় তিনি আগামীর কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

 

 

সভায় রাজীব আহসান বলেন, “ছোটোবেলা থেকেই ‘অবহেলিত মেহেন্দিগঞ্জ’ শব্দটি শুনে আমার মধ্যে এক ধরনের অনুশোচনা কাজ করেছে। নিজেদের অনেক ছোট মনে হতো। ইনশাল্লাহ, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে মেহেন্দিগঞ্জের নামের আগে ‘অবহেলিত’ কথাটি আর থাকবে না।

 

 

তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি সরকার গঠন করলে সরকারি দপ্তরগুলোতে সেবাগ্রহীতারা হয়রানি হবে না। উপজেলার বিদ্যমান সকল সুযোগ-সুবিধা জনগণ উপভোগ করবে। কাজিরহাট থানাকে উপজেলায় রূপান্তর করা হবে এবং সেখানে সকল সুযোগ-সুবিধা নাগরিকদের জন্য নিশ্চিত করা হবে।

 

 

রাজীব আহসান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা পেশাগত দায়িত্ব সততা ও বস্তুনিষ্ঠভাবে পালন করুন। সমাজ ব্যবস্থার উন্নয়নে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। বিগত শাসন আমলে মেহেন্দিগঞ্জে সাংবাদিকরা লাঞ্ছিত ও বঞ্চিত ছিল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিএনপি সরকারের সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে কোনো মামলা বা হামলা হবে না।

 

 

মতবিনিময় সভার শেষে রাজীব আহসানের উদ্যোগে আগত সাংবাদিকদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

 

 

সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দীনু, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খানসহ আরও অনেকে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network