1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি-২ আসনে দলীয় মনোনয়ন পেলেন যারা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

ঝালকাঠি-২ আসনে দলীয় মনোনয়ন পেলেন যারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
জেলা প্রতিনিধি,ঝালকাঠি ।। ঝালকাঠির -২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।
এ আসনটিতে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ও ঝালকাঠি-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হলেন, ঢাকা মহানগর জামায়াত নেতা শেখ নেয়ামুল করিম। দীর্ঘদিন ধরে তিনি আসনটিতে গণসংযোগ করে আসছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছেন ডা.সিরাজুল ইসলাম সিরাজী।  এছাড়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) থেকে শেখ জামাল হোসেন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) থেকে ফোরকান হোসেন কে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপির মনোনীত এমপি প্রার্থী ইলেন ভুট্টো বলেন, আমি কখনও চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য করিনি। জনগণ যেটা চেয়েছে, সবসময় সেটা করেছি। ভুট্টো সাহেবের অসমাপ্ত কাজ শেষ করেছি। ঝালকাঠির-২ আসনের সোনার মানুষরা আমাকে ক্ষমতা দিলে আমি সবসময় তাদের পাশে থাকবো। কারণ, আমি তাদের ভালোবাসা পেয়েছি।
জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, ঝালকাঠি একটি নদী বন্দর প্রাচীন বানিজ্যিক জেলা। অথচ এই জেলার তেমন কোন উন্নয়ন হয়নি। তাছাড়া নলছিটি বাংলাদেশের ২য় পৌরসভা এখানেও তেমন উন্নয়ন হয়নি।এখানে যাতায়াতের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙন। এই নদী ভাঙন রোধে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। প্রথম কথা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি পয়সার হিসাব জনগণের কাছে পৌছাবো যাতে করে কোন অন্যায়, দুর্নীতি বিন্দুমাত্র হওয়ার আশংকা না থাকে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী ডা.সিরাজুল ইসলাম সিরাজী বলেন,ঝালকাঠির সর্বস্থরের মানুষ আমাকে ভালোবাসেন। সবাই হাতপাখা বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হবে।
আমি বিজয়ী হলে ঝালকাঠির সকল দুর্দশা সরকারি বরাদ্দ দিয়ে শতভাগ নিশ্চিত করবো। নতুন ঝালকাঠি – নলছিটি উপহার দিবো। রাস্তাঘাট, নদী ভাঙন, বেকারত্বের অভিশাপ, ঝালকাঠি হাসপাতাল,নলছিটি হাসপাতাল নিয়ে কাজ করবো। সর্বপরী সকলের পরামর্শ নিয়ে কাজ করবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network