
মোঃ সাদ্দাম হোসেন// আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অরাজকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নিয়েছে বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দল।
দলটির নেতৃবৃন্দ জানান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী—জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরণের সন্ত্রাস ও অরাজকতা প্রতিহত করতে তাঁরা রাজপথে অবস্থান করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা তাঁতী দলের সভাপতি মোঃ মাইনুল হাসান।
তিনি বলেন, “আমরা জনগণের পাশে আছি, দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় তাঁতী দল সর্বদা সক্রিয় থাকবে।”
দলীয় নেতারা আরও জানান, দেশের মানুষ শান্তি ও গণতন্ত্র চায়—নৈরাজ্য নয়। তাই বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।