
বরিশাল প্রতিনিধি: বরিশাল মহানগর বিএনপির ১নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নুরুল মোমেন কোটোন তার বিরুদ্ধে অনলাইন মাধ্যমে প্রচারিত “চাঁদাবাজির” অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
তিনি বলেন, “ড্রেজার ব্যবসায়ী ফিরোজ নামে কাউকে আমি চিনি না। তার সঙ্গে আমার কোনো রাজনৈতিক, ব্যক্তিগত বা ব্যবসায়িক সম্পর্ক নেই। আমার বাসস্থান থেকে ঘটনাস্থল প্রায় ১৫ কিলোমিটার দূরে।”
কোটোন অভিযোগ করেন, “আমার জাতীয়তাবাদী রাজনীতিতে ঈর্ষান্বিত কিছু নব্য বিএনপি ও আওয়ামী দোষর মিলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই মিথ্যা প্রোপাগান্ডার ন্যায়বিচার চাই।”
শেষে তিনি বলেন, “বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।”