1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ২ জন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত: গেজেট বাতিলের সুপারিশসহ প্রজ্ঞাপন জারি - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

বাবুগঞ্জে ২ জন ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত: গেজেট বাতিলের সুপারিশসহ প্রজ্ঞাপন জারি

  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল)  প্রতিনিধি।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় নতুন করে ভুয়া মুক্তিযোদ্ধাকে শনাক্ত করেছে।
এ বিষয়ে ১৩ নভেম্বর ২০২৫ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেকশন–৩ তিন শাখা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)–র ১০০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাতিলকৃত বেসামরিক সনদ ও সনদবিহীন সনদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত এই প্রজ্ঞাপনে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও বরগুনা জেলার বেশ কয়েকজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় উল্লেখিত ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদের বৈধতা পুনঃপরীক্ষায় অসঙ্গতি পাওয়ায় তাদের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।
তালিকায় বরিশাল বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাটি গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ আব্দুল মালেক এর নাম রয়েছে যার গেজেট নাম্বার -২৩৭৯ এবং উপজেলার চাঁদপাশা  ইউনিয়নের মৃত ময়েজ উদ্দিন মোল্লার ছেলে রফিজ উদ্দিন মোল্লার নাম রয়েছে যার গেজেট নাম্বার -১৮৫৪।
এছাড়াও একাধিক ব্যক্তির নাম, তাদের পিতার নাম, স্থায়ী ঠিকানা ও সংশ্লিষ্ট থানার তথ্য উল্লেখ করে জানানো হয়েছে যে—তারা মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষিত হওয়ার যোগ্যতা পূরণ করেননি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উদ্দেশে নির্দেশনা পাঠানো হয়েছে। গেজেট বাতিল সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বাবুগঞ্জ উপজেলার দুই জনের নাম সম্মিলিত একটি তালিকা পাওয়া গেছে।
যাতে গেজেট বাতিল সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সনদে জালিয়াতি ও অনিয়ম রোধে চলমান যাচাই–বাছাই কার্যক্রম আরও জোরদার করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network