
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার লক্ষে ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে।
শনিবার দিনভর গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে পৃথকভাবে এ কমিটি গঠণ করা হয়। কমিটি গঠনপূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল।
বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা খবির উদ্দিন সিকদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন আকন, ইউনিয়ন বিএনপির আহবায়ক সজল সরকার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, আকতার হোসেন হাওলাদার, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর হাওলাদার, রহিম সরদার, ছাত্রদল নেতা সজিব হাওলাদার প্রমূখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদল নেতা কাইউম হাওলদার।