
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে বিশ্ব শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়েছে।
স্থানীয় দুটি সংগঠন একতা গ্রাম উন্নয়ন সংগঠন ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠন এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর সার্বিক সহযোগিতায় সোমবার (১৭ নভেম্বর) টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য “আমার দিন, আমার অধিকার” সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অতিথিরা বলেন, শিশুদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুস্থ বিকাশে পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপস্থিত ছিলেন, ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত, মাঠ সংগঠক সুফল বিশ্বাস, টিয়াখালী কাজী ইমদাদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হাওলাদার, একতা গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ মঞ্জু প্যাদা,উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি আবু ছলে হাওলাদার প্রমুখ।
দিনব্যাপী আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের সরব উপস্থিতি অনুষ্ঠানে এনে দেয় বিশেষ প্রাণচাঞ্চল্য।