উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে আগামী ২৬শে নভেম্বর ২০২৫ রোজ বুধবার প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উজিরপুর,বরিশালের উদ্যোগে দিনব্যাপী উজিরপুর উপজেলার প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হবে। উক্ত প্রদর্শনীতে গবাদিপশু,হাঁস মুরগি,পোষা প্রাণী,পোষা পাখি, প্রাণিজাত পন্য ও প্রযুক্তি প্রদর্শন করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার জন্য উজিরপুরবাসীকে আহ্বান জানানো হয়।
আগামী ২৬ নভেম্বর দিনব্যাপী ব্যপক আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে উজিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ।