
নিজস্ব প্রতিবেদক : মুলাদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বুধবার সকাল ১০টা থেকে এই লিফলেট বিতরণনকরা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১নম্বর সদস্য আলহাজ্ব আব্দুস ছত্তার খান লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আবিদুর রহমান শরীফ, মুলাদী সদর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জু হাওলাদার, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ লালন সিকদার, বিএনপি নেতা আক্তার হোসেন আকন, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, নাজিরপুরইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আনসার উদ্দীন, পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাজাহান বেপারী, বরিশাল উত্তর জেলা জাসাস সভাপতি, মো. হুমায়ুন রাশেদ কবির ঢালী, উপজেলা বিএনপি নেতা মো. সেন্টু হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. রুহুল আমিন খান, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি লিপি নাসরিন, বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. বনি আমিন খান, পৌর কৃষক দলের সভাপতি আল-আমিন রাড়ী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আফজাল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. কবির হোসেন মোল্লা, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রিফাত মল্লিক প্রমুখ।