
নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলার সেনেরহাট এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রদল নেতা তুষার মাহমুদ আদরের আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল খলিল শিকদারের সার্বিক সহযোগিতায় বুধবার দিনব্যাপী সেনেরহাট ছাত্রদলের কার্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে চোখের রোগ একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা দিলেও দারিদ্র্য পরিবারের সদস্যরা অর্থাভাবে অনেকেই চিকিৎসা নিতে পারছেন না।
এসব বাস্তবতাকে বিবেচনা করেই শোলক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক তুষার মাহমুদ আদর এ সেবামূলক উদ্যোগ গ্রহণ করেন।
বরিশালের রিয়াল চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ক্যাম্পে আগত রোগীদের আধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিকট দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চশমা প্রদান করা হয়। দিনব্যাপী এ ক্যাম্পে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।