
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আধা কেজি গাঁজাসহ মো. মিজানুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর চাঁচড়া এলাকার মো. হাবিবুল্লাহর ছেলে। লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সম্বীত রায় সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করেন।
এ সময় তার কাছ থেকে আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই গাঁজা বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ধলীগৌরনগর ইউনিয়নের চৌকিদার বাড়ির দরজায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।
তিনি আরো বলেন, আটককৃত মিজানুর রহমান একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।