
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে চলাচলের রাস্তা কেটে দেওয়াকে কেন্দ্র করে মোঃ হাফেজ মৃধা ও মজিবুর মৃধার মধ্যে বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) বিকেলে রাস্তা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাফেজ মৃধা মাটিতে পড়ে গিয়ে আঘাত পান। পরে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনাকে ইসলামী ছাত্র আন্দোলনের একটি সভায় যোগদানের পথে হামলার ঘটনা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন এলাকাবাসী।
এই অপপ্রচারের প্রতিবাদে রোববার (২৭ জুলাই) বেলা ১১টায় বেতমোর গ্রামে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খালেক ফকির, কৃষক মোঃ জাকির হোসেন তালুকদার, শাহাবুদ্দিন তালুকদার, নাসির গাজী, নাজমুল হক গাজী, সজিব তালুকদার ও আলম সরদার।
বক্তারা জানান, সাবেক ইউপি সদস্য খালেক ফকির তার মেম্বার থাকাকালীন রাস্তাটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে বর্তমান ইউপি সদস্য সেই রাস্তায় বেড়া দেন, যা নিয়ে এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়।
স্থানীয়রা বিষয়টি খালেক ফকিরকে জানালে, তিনি হাফেজ মৃধাকে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। সেই প্রেক্ষিতে উত্তেজনার সৃষ্টি হলে হাতাহাতি হয়। এই ঘটনাকে ইসলামী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাতে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন তারা।
এসময় বক্তারা ঘটনাটির সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।”