
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি : বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়নকে ঘিরে জোরালো সুবাতাস বইছে। এ আসনে মনোনয়নের অন্যতম আলোচিত সম্ভাব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন। ২১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটে পৌঁছালে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উষ্ণ অভিনন্দনে সিক্ত হন।
এর আগে তিনি মুলাদী উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মীরগঞ্জ ঘাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হলে ভেদাভেদ ভুলে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমার ব্যাপারে খুবই ইতিবাচক। মনোনয়ন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।
তিনি আরও বলেন, অচিরেই ধানের শীষের প্রতীক নিয়ে বরিশাল-৩ আসনের জনগণের মাঝে ফিরে আসব।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোন নিরীহ ও নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানির শিকার হতে না হয়—সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন। তিনি নিহত রবিউলের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
এ পথসভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক শিমুল সিকদার, দুলাল চন্দ্র সাহা, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, সাধারণ সম্পাদক রাজন সিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক মাস্টার, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, যুবদলের আহ্বায়ক রকিবুল ইসলাম খান রাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ন আহবায়ক বরকত বিশ্বাস, মোঃ জাকির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত, মহিলা দলের নেত্রী রেশমা রহমান। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।