
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে আধুনিকতার ছোঁয়ায় হাওলাদার ট্রেডিং ইন্টারন্যাশনালের শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ নভেম্বর শুক্রবার বিকেলে ডাক্তার পট্টি ডাচবাংলা ব্যাংকের সামনে দোয়া ও মিলাদ মাহফিল এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী। একসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহবুবুর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা মাহবুব হোসেন, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল, উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রোপ্রাইটর রাজু আহমেদ আনোয়ার, সাংবাদিক এজিএম মিজানুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর রাজু জানান, ঝালকাঠিতে ব্যতিক্রমধর্মী ব্যবসা চালুর চিন্তা থেকে ট্যুর এন্ড ট্রাভেলস, ভিসা প্রসেসিং, ইন্টারন্যাশনাল হোটেল বুকিং, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড কনস্ট্রাকশন, সফটওয়্যার ম্যানেজমেন্ট, অনলাইন ও আইসিটি এক্টিভিটিস্ট ইত্যাদি সেবা প্রদান করা হবে। এছাড়াও অনলাইন জগতের সকল ধরনের সেবা দিবে এই প্রতিষ্ঠানটি।”