
নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
“রাষ্ট্রব্যবস্থা সংস্কারে ইসলামের ভূমিকা” শীর্ষক এ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
শুক্রবার (২১ নবেম্বর) বরিশাল জেলা হেযবুত তাওহীদের কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তাওহীদ বরিশাল বিভাগের সভাপতি জনাব শফিকুল আলম উখবা। তিনি বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এ আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়, বরং এটি একটি চেতনাগত লড়াই। এ লড়াই কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের ডাক। তিনি সকল মানবজাতিকে কালেমার পতাকার তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বরিশাল মহানগর হেযবুত তাওহীদের সভাপতি জামাল শরিফের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় আঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, বরিশাল বিভাগীয় হেযবুত তাওহীদের ক্রিয়া সম্পাদক নূর মোহাম্মদ আরিফ, উজিরপুর থানা হেযবুত তওহীদের সভাপতি খোকন হাওলাদার,বরিশাল জেলা হেযবুত তওহীদের অনলাইন প্রচার সম্পাদক আল আমিন খান প্রমুখ।