
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে কলাপাড়ায় ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গু রোগের বাহক এডিস মশার আবাসস্থল ধ্বংস করে ডেঙ্গুর বিস্তার রোধ করা। এ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় ঝোপঝাড় পরিষ্কার, জমে থাকা পানি অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।
এছাড়াও ক্যাম্পেইনে অংশ নেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি), পৌরসভার স্বেচ্ছাসেবকবৃন্দ এবং ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাক কলাপাড়ার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মকর্তা আজিজুল ইসলাম আজিজ, বিএইচপি-এর (ব্র্যাক হেলথ প্রোগ্রাম) এলাকা ব্যবস্থাপক বশিরুজ্জামান এবং যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার আবু দাউদ।
বক্তারা বলেন, “ডেঙ্গু একটি প্রাণঘাতী রোগ। এটি প্রতিরোধে ব্যক্তি সচেতনতাই সবচেয়ে জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারি।”