
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম,এসইডিপি” এর আওতায় ২০২২-২৩ শিক্ষা বছরে এস এস সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি হিজলা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ,
উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। জুলাই আন্দোলনে নিহত শহীদ সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশীদ বলেন, আজকের এই বিশেষ দিনে, আমি সত্যিই গর্বিত। এই মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু একজন শিক্ষক নই, আমি সেই মানুষ–যে নিজের চোখে দেখেছে, কীভাবে কিছু ছোট্ট ছোট্ট মুখ আজ বড় হয়ে উঠেছে মেধা, পরিশ্রম আর স্বপ্নের আলোয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুমি নিজে স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে জাতির উদ্দেশ্যে কাজ করো। অভিবাবকদের উদ্দেশ্যে বলেন,আপনাদের সন্তানদের নৈতিক শিক্ষা দিন। পড়ালেখা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে
এই অর্জন যেন তোমাদের গন্তব্য না হয়, বরং আরও বড় স্বপ্নের শুরু হয়। আর এই স্বপ্নে যেন থাকে দায়িত্ববোধ, মানবিকতা এবং দেশপ্রেম। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষকরা বলেন, এই সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠান তোমাদের জন্য শুধু পুরস্কার নয়, এটা একটি প্রমাণ, তোমরা পারো, এবং ভবিষ্যতেও পারবে। জীবনের পথে সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সুযোগ আসবে। যেখানে এই শেখার অভ্যাস, এই পরিশ্রমের মানসিকতা তোমাদের শক্তি হয়ে পাশে থাকবে।
পরিশেষে, তোমাদের এই সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনি আমরা তোমাদের ভবিষ্যত নিয়েও আশাবাদী। একটি স্কুলের শিক্ষকরা একদিন গর্ব করে বলবে—“ওই ছেলেটা, ওই মেয়েটা আমাদের ছাত্র ছিল।”এই অনুভূতি একজন শিক্ষকের কাছে যেকোনো পুরস্কারের চেয়ে বড়। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা (উদ্ভিদ সংরক্ষণ) উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।