
নিজস্ব প্রতিবেদক// বরিশালের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শুক্রবার দুপুরে রোটারি ক্লাব অব বরিশাল মিডটাউনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নগরীর ঝাউতলাস্থ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন নিউরোলজিস্ট ডা. রাহাতুন নাঈম ম্যাগলিন।
শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এছাড়াও রোটারিয়ানদের পক্ষ থেকে ওই স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য চেয়ার, টেবিল প্রদান করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে মেডিক্যাল ক্যাম্পের প্রকল্প পরিচালক রোটারিয়ান জুয়েল শাহ কবির শাহিন, রোটারিয়ান পিপি মাহতাব উদ্দিন আল মাহমুদ, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মেহেদী হাসান হুমায়ূন, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।