
নিজস্ব প্রতিবেদক// বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সিরাজগঞ্জ জেলাতে আওয়ামী লীগের অত্যাচারের কারণে সন্ধার পরে মানুষ ঘর থেকে বের হতে পারে নাই। মানুষ বাজার করে ফিরতে পারে নাই। বাজারের ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে চলে যেত। এই আওয়ামী লীগ সিরাজগঞ্জে ক্যাম্প বানিয়ে মানুষ হত্যা করেছে।
শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টায় সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাছুমপুর মহল্লায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নির্মিত ‘জুলাই শহীদ রঞ্জু স্মৃতি স্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুকু আরও বলেন, গত ১৬ বছর আমরা একটা বৃহৎ গণকারাগারে বাস করেছি। বাংলাদেশের ১৬ কোটি মানুষকে একটি মহিলা তার বাহিনী ও দলকে দিয়ে বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ জেলের বাসিন্দা বানিয়ে ফেলেছিল। সিরাজগঞ্জের ইতিহাসে আমি কোনোদিন দেখি নাই, একটি রাজনৈতিক দল জাতির ওপরে এভাবে নির্যাতন করতে পারে।
তিনি আরও বলেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সালে এই অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশে এক বিরাট পরিবর্তন হয়েছিল। মানুষকে জীবন দিতে হয়েছিল। আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে নির্যাতন শুরু করেছিল। ১৬টি বছর বাংলাদেশকে একেবারে তামাই রূপান্তরিত করেছিল।