
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. জাফর ইকবালকে তার নিজ এলাকায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার সবালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন রোডের পূর্ব মাথা ডা. আজাহার উদ্দিন স্মৃতি পরিষদের সদস্য ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির নেতা মো. জাহিদুল ইসলাম বিপ্লব, ইউপি সদস্য মো. দিদারুল ইসলাম, রমাগঞ্জ ইউনিয়ন
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শামসুদ্দিন, হাফিজ সেনা পরিষদের সভাপতি মো. অনিক ফয়সাল রিয়াজ, ডা. আজাহার উদ্দিন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. মনজুর রহমান নিরব, সহ-সভাপতি মো. ফিরোজ, মো. জামাল, মো. ছলেমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৬ শে জুলাই লালমোহন উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সমর্থনে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মো. জাফর ইকবালকে নির্বাচিত করা হয়।