1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বরিশাল মহানগর বাস্তহারা দলের বিজয় র‌্যালি - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বরিশাল মহানগর বাস্তহারা দলের বিজয় র‌্যালি

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মোঃ সাদ্দাম হোসেন//ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গৌরবময় বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে আয়োজিত বিজয় র‌্যালিতে সম্মানজনক নেতৃত্বে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বাস্তহারা দলের নেতৃবৃন্দ।

 

গণতন্ত্র পুনরুদ্ধার ও শহীদদের স্মরণে আয়োজিত এই র‌্যালিতে বাস্তহারা দলের নেতাকর্মীরা জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুসংগঠিতভাবে অংশগ্রহণ করেন। বিজয় র‌্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁরা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আগামীর আন্দোলনে দৃঢ় অংশগ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

র‌্যালি শেষে মহানগর বাস্তহারা দলের নেতারা বলেন,”গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে আজকের দিনটি আমাদের জন্য নতুন শপথের দিন। দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে থাকবো—এটাই আমাদের অঙ্গীকার।”

 

তাঁরা আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও দেশনায়ক তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য বাস্তহারা দল নিরন্তর ভূমিকা রেখে যাবে।”

 

এই বিজয় র‌্যালি বরিশালে জাতীয়তাবাদী আন্দোলনের শক্তি, ঐক্য এবং সাংগঠনিক প্রতিজ্ঞার প্রকাশ হিসেবে নতুন মাত্রা যুক্ত করেছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network