
খবর বিজ্ঞপ্তিঃ গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এক যৌথ বিবৃতিতে, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, একজন সাংবাদিককে এভাবে পরিকল্পিতভাবে হত্যা শুধু ন্যক্কারজনকই নয়, এটি দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বর্বর আঘাত। এ ঘটনা প্রমাণ করে, সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন।’
নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তারা আরও বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সারাদেশের সাংবাদিক সমাজের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হবে। আমরা আশা করি, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।”