1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক হত্যার প্রতিবাদে ববিতে মানববন্ধন - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

সাংবাদিক হত্যার প্রতিবাদে ববিতে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরে এক সাংবাদিককে নৃশংসভাবে হত্যা এবং সারাদেশে ধারাবাহিকভাবে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা-নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সংবাদকর্মীরা।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ববি প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

আয়োজকরা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হত্যা, হুমকি ও হয়রানি চরম পর্যায়ে পৌঁছেছে। সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবনবাজি রাখছেন, অথচ অধিকাংশ হত্যাকারী ও হামলাকারী আইনের বাইরে থেকে যাচ্ছে। এটি শুধু গণতন্ত্র নয়, বাকস্বাধীনতার ওপরও ভয়ংকর আঘাত।

সমাবেশে বক্তারা ক্ষোভভরে বলেন, “৫ আগস্টের পর একজন সাংবাদিককে হত্যা শুধু লজ্জাজনক নয়—এটি গণমাধ্যমকে স্তব্ধ করার ষড়যন্ত্র। আমরা ভয় পাই না, ভয় পাব না; হত্যাকারী যেই হোক, বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে।”

ববি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশে এখনো সাগর-রুনি হত্যার বিচার হয়নি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকারীদেরও বিচার হয়নি—এ অবস্থা চলতে দেওয়া যায় না।”

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে আবু উবাইদা বলেন, “যদি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তবে ক্ষমতা ছেড়ে দিন। রাজনৈতিক ও প্রভাবমুক্ত স্বাধীন গণমাধ্যম চাই—না হলে রাজপথের এই আন্দোলন আরও বিস্ফোরক হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network