
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন লালমোহন উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
শনিবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা যুবদলের নবনির্বাচিত সহ-সভাপতি ও উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের নেতৃত্বে ৫০টি গাড়ি বহরে অন্তত সাতশত যুবদলের নেতাকর্মী আনন্দ মিছিল নিয়ে জেলা শহরে যান।
জেলা যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা যুবদল এ আনন্দ মিছিল করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুবদলের সহ- সভাপতি নাজমুল হক পারভেজ, সাংগঠনিক সম্পাদক বশির
হাওলাদারসহ উপজেলার সকল ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এদিকে, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারকে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি করায় উপজেলা যুবদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
অপরদিকে, ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটির অনুমোদন দেয়ায় যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা,
শুভেচ্ছা ও অভিনন্দন জানান কবির হাওলাদার। একইসঙ্গে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও
সাংগঠনিক সম্পাদকসহ সর্বস্তরের নেতৃবৃন্দকেও শুভেচ্ছা জানান তিনি।