
মোঃ সাদ্দাম হোসেন //কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তুহিন ভাই সম্প্রতি একটি দুর্ঘটনায় পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এই খবর জানার পর তার প্রতি আন্তরিক খোঁজখবর নেওয়া ও মনোবল জোগাতে ঢাকার নিজ বাসভবনে ছুটে যান বরিশাল মহানগর বাস্তহারা দলের শীর্ষ নেতৃবৃন্দ।
শনিবার সকালে তারা ঢাকায় পৌঁছে তুহিন ভাইয়ের সাথে দীর্ঘ সময় আলাপ করেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তারা বলেন, তুহিন ভাই শুধু একজন নেতা নন, তিনি আমাদের সকলের প্রেরণার উৎস। তার নেতৃত্বে বাস্তহারা দলের কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে আমরা বিশ্বাস করি।
দলীয় নেতারা তুহিন ভাইয়ের চিকিৎসার অগ্রগতি ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে তাকে অনুরোধ করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আগের মতো সক্রিয়ভাবে দলের কাজে অংশ নেবেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বরিশাল মহানগর বাস্তহারা দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, সহ-সভাপতি সুমন মৃধা এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ সবুজ খলিফা।
নেতৃবৃন্দ ঢাকায় অবস্থানকালে দলের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করেন এবং আগামীর কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।