1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপি নেতাকে দিয়ে আ"লীগ নেতার মৎস্য খামার উদ্বোধন ঘিরে বিতর্ক - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

বরিশালে বিএনপি নেতাকে দিয়ে আ”লীগ নেতার মৎস্য খামার উদ্বোধন ঘিরে বিতর্ক

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // রাজনৈতিক আদর্শ ও নীতির প্রশ্নে বরাবরই বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের অবস্থান বিপরীতমুখী। কিন্তু সম্প্রতি বরিশাল সদর উপজেলার চারবাড়ীয়া ইউনিয়নে যে ঘটনা ঘটেছে, তা রাজনীতির এই চিরাচরিত ধারাকে প্রশ্নবিদ্ধ করেছে। চলতি বছরের ২৬ জানুয়ারি চারবাড়ীয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আসলাম চৌধুরীর মালিকানাধীন ‘মেসার্স চৌধুরী মৎস্য খামার’র উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরুজ আহমেদ ও বরিশাল জেলা যুবদলের এক নেতা। তবে মোহাম্মদ সুরুজ আহমেদ ওই যুবদল নেতাকে ভূল বুঝিয়ে আসলাম চৌধুরীর মৎস্য খামারে নিয়ে গেছেন বলে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক সেই যুবদল নেতা।

এদিকে ১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৬/০২/১৫ তারিখে ৪৪ সদস্য বিশিষ্ট চারবাড়ীয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির ৪১ নম্বর সদস্য আসলাম চৌধুরী। এছাড়াও তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য বলে জানান স্থানীয়রা। রাজনৈতিকভাবে বিপরীতমুখী দুই দলের এমন ‘ঘনিষ্ঠতা’ স্বাভাবিক নয়, বরং এটিকে অনেকেই দেখছেন রাজনৈতিক সুবিধাবাদিতার নগ্ন প্রকাশ হিসেবে।

বিশ্লেষকরা বলছেন- এ ধরনের ঘটনা শুধু রাজনৈতিক আদর্শের মেরুকরণকে দুর্বল করে না, বরং তৃণমূল পর্যায়ের রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দেয়। দেশের রাজনীতি যখন নীতিহীনতার অভিযোগে বারবার কাঠগড়ায়, তখন এমন ঘটনা এই অভিযোগকে আরও দৃঢ় করে।

বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী- আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যেন বিএনপিতে জায়গা না পান সে বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ছত্রছায়ায় যেন কোন আওয়ামী ফ্যাসিস্ট পূর্নবাসনের সুযোগ না পায়। এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট বিভিন্ন এলাকায় নীরবে-নিভৃতে আমাদের বিভিন্ন সংগঠনে ঢুকে যাওয়ার পায়তাঁরা করছে। কোনো অবস্থাতেই এরা যেন বিএনপিতে ঢুকতে না পারে। বিএনপিকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ না করতে পারে।’

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি নেতারা শুধু উপস্থিত ছিলেন না, বরং সক্রিয়ভাবে অংশও নিয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, বিএনপি নেতারা কী রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে ব্যক্তিগত সম্পর্ক ও স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন?

নাম প্রকাশে অনিচ্ছুক সেই যুবদল নেতা বলেন- সুরুজ আহমেদ আমার বন্ধু। তার দাওয়াতে আমি একটি মিলাদে অংশ গ্রহণের জন্য চারবাড়ীয়ায় যাই। সেখানে এক লোকের মৎস্য খামারে আমাকে নিয়ে যায়। আমি জানিনা সে কোন দল করে। সুরুজ জানতে পারে সেও আমাকে কিছু বলেনি। আমি যদি জানতাম ওই লোক আওয়ামী লীগ করে তাহলে কখোনই যেতাম না।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আসলাম চৌধুরী বলেন- আমি কোন দল করিনা। আমার একটি মিলাদের আয়োজন করে আমার মামা সুরুজ আহমেদকে দাওয়াত দেই। সেখানে সুরুজ মামা তার বন্ধু-বান্ধব ও নেতা-কর্মী নিয়ে এসেছিলেন।

তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন- আমি কোন কমিটিতে ছিলাম না। তবে ওই সব কমিটিতে কিভাবে নাম আসলো তাও জানিনা।

এ বিষয়ে মোহাম্মদ সুরুজ আহমেদ বলেন- আওয়ামী লীগের বড় বড় নেতারাই তো এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে। তা অপনারা দেখেন না। আসলাম চৌধুরী আমার ভাগিনা, ও কখনো কোন দল করেনি। বিগত সময় এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিভিন্ন ভাবে সহায়তা করেছেন। আপনি (প্রতিবেদক) এলাকায় এসে খোঁজ নিয়ে দেখেন, এলাকায় আসেন চা খাই আর কথা বলি।

সুশাসনের দাবিতে যারা রাজপথে ছিলেন, যারা স্বৈরাচার বা দমন-পীড়নের বিরুদ্ধে লড়েছেন বলে দাবি করেন তাঁদের কাছ থেকে এমন আপোসমূলক আচরণ গণতান্ত্রিক রাজনীতির জন্য উদ্বেগজনক বলেই মনে করছেন অনেকেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network