1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এক মসজিদে ৩৩ বছর, ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায় - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

এক মসজিদে ৩৩ বছর, ফুলসজ্জিত গাড়িতে ইমামের বিদায়

  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মসজিদের এক ইমামকে ফুলসজ্জিত গাড়িতে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন মুসল্লিরা। রোববার (১০ আগস্ট) উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নছরকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম। আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার স্থানীয় বাসিন্দারা। এ সময় বিদায়ী ইমামকে সম্মাননা ক্রেস্ট, নগদ পাঁচ লাখ টাকা ও বিভিন্ন উপহার দেওয়া হয়।

বিদায়ী ইমাম হাফেজ মাওলানা আবু নছর (৭০) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৃত ক্বারি মাওলানা নাজিম উদ্দিনের ছেলে। তার বাবা মৃত ক্বারি মাওলানা নাজিম উদ্দিন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সৈয়দপুর আলিয়া মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন।

জানা গেছে, ইমাম হাফেজ মাওলানা আবু নছর ১৯৯২ সালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে দীর্ঘ ৩৩ বছর তিনি ইমামতি করেন এ মসজিদে। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় ইমামতির দায়িত্ব থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে প্রিয় ইমামকে বিদায় দিতে মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রবীণ এ ইমামকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে গলায় ফুলের মালা ও ফুলসজ্জিত প্রাইভেটকারে করে ইসলামি নানা স্লোগানে তাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। প্রিয় ইমামের বিদায়ী দৃশ্য আপ্লুত করে স্থানীয়দের। বিদায় বেলায় প্রিয় ইমামকে বিদায় জানাতে মুসল্লিরাসহ প্রায় কয়েক হাজার মানুষ গাড়ির পেছনে পেছনে অনেকদূর পথ এগিয়ে যান। এ সময় অনেক মুসল্লি তাদের প্রিয় ইমামের বিদায়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম বলেন, আমাদের মসজিদের বিদায়ী ইমাম হাফেজ মাওলানা আবু নছর হুজুর দীর্ঘদিন ধরে আমাদের জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে ইমামতি থেকে অবসর নেন।

তিনি আরও বলেন, হুজুর শুধুই একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন আমাদের জন্য আল্লাহ ও আল্লাহর রাসুলের পথের দিকনির্দেশনা দাতা। তার এ অবদান আমরা কোনোদিন ভুলবো না। বিদায় বেলায় আমরা আমাদের সাধ্যমত হুজুরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি। আমরা হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network