
রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান// তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে ভোলার দৌলতখানে গণ মিছিল ও লিফলেট বিতরণ করেছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
সোমবার (১১আগস্ট) বিকালে দৌলতখানের বাংলাবাজার,গুইংঘারহাট,সহ বিভিন্ন বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহাজান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর মোরশেদ কুট্টি, উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, যুবদল নেতা লিটন, আবুহেনা রিয়াজ, জহিরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ।