বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ আজ বাবুগঞ্জে আসছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও বরিশাল-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী বেগম সেলিমা রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে (সাবেক আগরপুর) এক ঐতিহাসিক জনসভায় এই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
আজ বিকাল ৪ টায় আগরপুর পুলিশ ফাঁড়ির সামনে আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় বর্তমান সরকারের নানা ব্যর্থতা, দুর্নীতি ও দমন-পীড়নের চিত্র তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরবেন বেগম সেলিমা রহমান। বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ এই জনসভায় অংশ করবেন বলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইসরত হোসেন কচি জানিয়েছেন।