
ইফতেখার শাহীন, বরগুনা// বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সংগ্রহ, নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা বিএনপি কার্যালয় এ কর্মসূচির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সজরুল উসলাম মোল্লা।
এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা জেলার বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ টিমের সদস্য সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলার বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ টিমের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুরাদ খান।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ।