1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল-৪ আসনে মনোনয়ন চাইবো: আবু সাঈদ মূসা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল -৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি : ভোটারদের মাঝে ‘ভিআইপি চমক’-এর গুঞ্জন বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ বরিশালে অ-সমাপ্ত ব্রিজে স্থানীয়রা বন্দী, কর্তৃপক্ষ অচল! বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নিষিদ্ধ আ.লীগ নেতা, প্রতিহতের ঘোষণা লালমোহনে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক সেতুতেু উঠতে না দেয়ায় পদ্মা নদী সাতরে পার হওয়ার চেষ্টা , অসুস্থ ভোলার ২ যুবক কলাপাড়ায় মুচি ও ছাতা মেরামতকারীদের ৭০ বছরের অপেক্ষার অবসান পটুয়াখালীতে চিরকুটে লেখা ‘মান সম্মান সব গেছে’, পাশে দম্প‌তির মরদেহ কাউখালীতে মাল্টার বাম্পার ফলন

বরিশাল-৪ আসনে মনোনয়ন চাইবো: আবু সাঈদ মূসা

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের মেহেন্দিগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত সমন্বয় কমিটি।

শনিবার দুপুর ১২টায় ফুড হ্যাভেন রেস্তোরায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির বরিশাল জেলা সমন্বয়কারী সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী মো. আল-আমিন হাসান।

এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সমন্বয়কারী সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মূসা বরিশাল-৪ আসন (হিজলা-মেহেন্দিগঞ্জ) থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষের অধিকার, গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি, এখনও করছি। সংস্কার, বিচার, গণপরিষদ নির্বাচন, সংবিধান পরিবর্তনের আন্দোলন অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে হিজলা-মেহেন্দিগঞ্জে আশানুরূপ উন্নয়ন হয়নি। নদী ভাঙন রোধ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়নি। ৫ আগস্টের পর মেহেন্দিগঞ্জে চাঁদাবাজি, মাছঘাট দখল, হাটবাজার দখল, বালুমহল দখল হয়েছে। প্রকৃত পরিবর্তন হয়নি। যে দলগুলো সক্রিয় আছে, তারাই এসব জায়গায় প্রভাব বিস্তার করছে।

আবু সাঈদ মূসা বলেন, মেহেন্দিগঞ্জ একটি নদী ভাঙন এলাকা। এখানে যারা চাঁদাবাজি বা দখলবাজি করবে, এনসিপি রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে। জুলাই বিপ্লব এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি সুন্দর হিজলা-মেহেন্দিগঞ্জ গড়তে চাই। আগামী নির্বাচনে এনসিপি এককভাবে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে একটি সর্বজনীন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।

বৈষম্য বিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার, গণতান্ত্রিক ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের কিছু কর্মী চাঁদাবাজিতে জড়িয়েছে। এর দায় এনসিপি নেবে না। কারণ এনসিপি টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা দখলদারিত্বে বিশ্বাস করে না।”

তিনি আরও জানান, অতীতে তিনি যুব অধিকার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তবে আদর্শগত অমিলের কারণে এনসিপিতে যোগদান করেছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল জেলা সমন্বয়কারী সদস্য হেলাল উদ্দীন রাজু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, যুগ্ম সমন্বয়কারী আমান উল্লাহ আমান, সদস্য মো. জিহাদুল ইসলাম প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network