
জেলা প্রতিনিধি,ঝালকাঠি// দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে বন্ধ হয়ে গেছে ভারী যান চলাচল। ছোট যানবাহন চললেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তির কথা ভেবে ওই সড়কটি সংস্কার করেছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।
শনিবার (১৬ আগস্ট) দিনব্যাপী ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই নিলারভিটা থেকে কুলকাঠি ইউনিয়ন পরিষদ সড়কের বারইকরন গ্রামে প্রায় ১ কিলোমিটার সড়ক ইট-বালি দিয়ে সংস্কার করেন তারা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়াতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। বিষয়টি জামায়াতে ইসলামের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা সবাই মিলে ইট-বালু দিয়ে ওই রাস্তা সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন।

স্থানীয়রা জানান, সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জামায়াতের উদ্যোগে সড়কটি সংস্কার কাজ করায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।
কুলকাঠি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন বলেন,‘অনেক দিন যাবৎ রাস্তাটিতে খানাখন্দ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নজরে এলে নিজেদের অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় সবাই মিলে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়।’