1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাউফলে ছাত্রদল নেতাকে পিটিয়ে গুরুতর জখম - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

বাউফলে ছাত্রদল নেতাকে পিটিয়ে গুরুতর জখম

  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগ যুবলীগ নেতা কর্মীরা। শনিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। আহত ছাত্রদল নেতা ইমরান কালাইয়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে ও বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে এসে ইমরান হোসেন ল্যাংড়া মুন্সির পুল এলাকায় নামেন। সেখান থেকে বাড়ীর দিকে রওয়ানা হলে আবদুর রবের ফার্মেসির দোকানের সামনে তার রিক্সার গতিরোধ করে স্থানীয় ছাত্রলীগ নেতা মাইনুল মৃধা সহ তার সহযোগীরা।

এর পর তাকে ধরে মহিউদ্দিনের মুদির দোকানে ঢুকিয়ে মারধর করে ফেলে রাখা হয়।

আহত ইমরান হোসেন অভিযোগ করে বলেন, “চাঁদাবাজ সন্ত্রাসী যুবলীগ নেতা স্বপন মৃধা ছাত্রলীগ নেতা মাইনুলকে দিয়ে আমার উপর হামলা করিয়েছে। বার বার প্রাণ ভিক্ষা চাইলেও তারা থামেনি। কেন আমাকে মারা হলো সেটাও তারা বলেনি”।

আহত ছাত্রদল নেতা ইমরানের মা নাজমা বেগম বলেন, ছেলেটার বিএনপি করাটাই কি দোসের? আগে যারা আওয়ামী লীগ করেছে তারা এখনও অন্যায় করে বেড়াচ্ছে। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন। আমার ছেলেটার একটা নাক বন্ধ হলেও অন্য নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়নি। এ বিষয়ে স্বপন মৃধার ব্যবহৃত মুঠোফোন একাধিক বার যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এসএমএস পাঠালেও তিনি জবাব দেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, তার অবস্থা কিছুটা উন্নতির পথে, একটা এক্সরে করার পড়ে সিদ্ধান্ত হবে এখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল অথবা ঢাকা পাঠাবো কি না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network