
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলী, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
২০ আগষ্ট বিকালে জেলা বিএনপির কার্যালয় থেকে রেলিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এইচ এম খলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট মুশফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, যূগ্ম আহ্বায়ক ফোরকান সিকদার, রাকিবুল ইসলাম সাকি,তুষার,খোকন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান হারিস,সদস্য সচিব শামিম মৃধা স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির সদস্য সচিব শামীম মৃধা,
নবগ্রাম ইউনিয়ন আহ্বায়ক ফয়সাল শরীফ, বিনয়কাঠি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরদারসহ বিভিন্ন ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসপাতালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে ময়লা আবর্জনা রাখার জন্য স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।