
চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি// বিএনপির অন্যতম সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে চরফ্যাশন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিশাল একটি র্যালি বের হয়। এসময় উপজেলার ২১ টি ইউনিয়ন থেকে সেচ্ছাসেবক দলের শতশত নেতাকর্মীরা অংশ নেন। এবং স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যালিটি চরফ্যাশন ফ্যাশন স্কোর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এরআগে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে চরফ্যাশন টিবি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুজ্জামান শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল মাহমুদ বলেন, প্রিয় বন্ধুরা দীর্ঘ ১৬ বছর পর আমরা চরফ্যাশন বাজারে আমরা একত্রিত হয়েছি। আপনারা জানেন, দীর্ঘ ১৬ বছর ফ্যস্টিট খুনি সরকার ক্ষমতায় ছিল। সেই ক্ষনি সরকারের ভয়ে স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতো না। এই দেশের ছাত্রজনতা সেই খুনি সরকারকে হটিয়েছে। তাই আমরা চাই আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবো। এবং আমরা আগামীতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন-জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক বিল্লাল হোসেন, চরফ্যাশন উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহিম হাওলাদার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহসিন প্রমুখ।