
মোঃ সাদ্দাম হোসেন // আজ ১৮ জুলাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয়ভাবে ঘোষিত দেশব্যাপী মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এই প্রস্তুতি কার্যক্রমে নেতৃত্ব দেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির অন্যতম শীর্ষ নেতা এডভোকেট মোকলেছুর রহমান কাজী।
তিনি বলেন,“গণতন্ত্র পুনরুদ্ধার, অবৈধ সরকারের দমন-পীড়ন এবং নেতাকর্মীদের ওপর চালানো মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত এ কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চরকাউয়ার প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি।”
তিনি আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ ও শৃঙ্খলিতভাবে কর্মসূচি পালনের লক্ষ্যে প্রতিটি ইউনিটের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
চরকাউয়া ইউনিয়নের বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে এই কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।