1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মামলার প্রধান আসামি আমি কিন্তু আমাকে গ্রেপ্তার করছে না: রনি - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

মামলার প্রধান আসামি আমি কিন্তু আমাকে গ্রেপ্তার করছে না: রনি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে নগরে বের করা বিক্ষোভ মিছিলে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। পরে মিছিলটি সদররোডসহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।

 

মিছিল শুরুর পূর্বে প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, আজ ২৫ দিনের মতো আমরা স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন করছি। এই পর্যায়ে এসে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থী সুহানকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ সুহান এজন জুলাই যোদ্ধা সে ২৪ এর আন্দোলনটি ১৭ টি গুলিও খেয়েছে, তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আটকে রাখা হয়েছে। এটা আন্দোলনকে নস্যাৎ করার একটি পাঁয়তারা। যে মামলায় সুহানকে আটক করা হয়েছে সেই মামলার প্রধান আসামি আমি। আমাকে নাকি পুলিশ কমিশনার খুঁজেছেন, পরে আমি নিজে গত পরশু দিন কোতোয়ালি থানায় গিয়ে কমিশনারকে আহ্বান জানিয়েছিলাম অ্যারেস্ট করতে। কিন্তু তিনি আমাকে গ্রেপ্তার না করে আশপাশের সহযোদ্ধাদের গ্রেপ্তার করছে। ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে এরকম চিত্র দেখতে হবে এটা কল্পনাও করিনি। এটা নিছক একটি প্রতারণা।যে স্বাধীনতা আমরা অর্জন করতে চেয়েছিলাম তা পারিনি।

 

তিনি বলেন, মেডিক্যালের সামনে অনশনরত শিক্ষার্থীদের ওপরে, আমাদের মা বোনদের ওপরে জয় বাংলার স্লোগান দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন যে হামলার ঘটনা ঘটিয়েছে তার বিচার চেয়ে আমরা গতকাল থানায় মামলা দায়েরের জন্য গিয়েছি। সেখানে লিখিত অভিযোগ দিয়েছি এখন দেখি পুলিশ প্রশাসন কি ভূমিকা পালন করে। সত্যিকার অর্থে বরিশালের পুলিশ প্রশাসন একেবারে লুল হয়ে গেছে, একদম অকেজো হয়ে গেছে না আসলে অ্যাকটিভ আছে, জনতার বিচার হয় কি, হয় না সেটি আমরা দেখতে চাই। পুলিশ আমাদের পরশু দিন আশ্বস্ত করেছিল, মামলা নেয়ার বিষয়ে এবং সুহানের মুক্তির বিষয়ে। কিন্তু ৪৮ ঘণ্টা পরেও সুহানের মুক্তি মেলেনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network