1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যাঁরা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে- মোয়াজ্জেম হোসেন আলাল - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

যাঁরা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে- মোয়াজ্জেম হোসেন আলাল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন ইতিমধ্যে তারাই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। দুটো সাংঘর্ষিক ব্যাপার একত্রিত হয় কি করে প্রশ্ন তুলে তিনি বলেন, পিআর পদ্ধতি যদি হয় তাহলে তো প্রার্থী ঘোষণার প্রয়োজনই নাই।

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলাল বলেন, যাঁরা নির্বাচন হতে দেয়া হবে না বলছেন এগুলো তাঁরা তাদের বয়স, আবেগ এবং অপরিপক্কতার কারণে বলছেন। দেশের মানুষ এ পান্তাভাত পানি দিয়ে খেতে পারছে না, অথচ উপদেষ্টা পরিষদের সদস্যরা রাতবিরাতে হাসের মাংস খুঁজতে বের হচ্ছে। তো তাদের কথাবার্তায় কতটা গুরুত্ব দেয়া উচিত তা আমাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন করা উচিত। এগুলো শুধুমাত্র একটা পরিস্থিতি জিয়িয়ে রেখে নিজেদের যে উদ্দেশ্য সেইটাকে আদায় করে নেয়ার উদ্দ্যেশ্যেই বোধহয় এসব কথাবার্তা হচ্ছে।

আলালা বলেন, আমরা মনে করি ভবিষ্যতে ওই বয়সের তরুণ যুবকরাই নেতৃত্বে আসবে। সুতরাং তাদের আগে থেকেই যারা অভিজ্ঞ, বয়স্ক, যারা সৎ দেশপ্রেমিক তাদের কাছ থেকে শিখে তার পরে আচর-আচরণ ও কথাবার্তা সংযত হওয়া ভালো। সেটা গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সহায়তা হবে।

তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং আমরা চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক। একটা একাউন্টেবল গভার্নমেন্ট জনগণের কাছে যাদের জবাবদিহিতা আছে এই একাউন্টেবেল গভার্নমেন্ট না থাকার কারণে দেশে বিনিয়োগ পর্যন্ত হচ্ছে না। একাউন্টেবল গভার্নমেন্ট আসলে পরেই অর্থনীতি সমৃদ্ধ হবে।

ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা আছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক খাতগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে, ব্যাংক খাতকে নতুন করে পুনর্বাসিত করার জন্য দায়বদ্ধ সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। এদিক থেকেও নির্বাচনটা ফেব্রুয়ারিতেই দরকার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয় তিনি বলেন, তার স্পর্শকাতর একটি মমলা যেটা অ্যাপিলেট ডিভিশনে শুনানি চলছে। এই মামলাটির রায় ঘোষণার পরেই যদি খালাস পেয়ে যান তাহলে তিনি সমস্ত মামলা থেকে মুক্তি পেয়ে যাবেন। তার পরই তিনি আসবেন এমন টাই আমাদের ধারনা।

আয়োজিত মতবিনিময় সভায় বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network