
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ অবশেষে প্রায় ৩০ বছর পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কয়েকটি গ্রামের চার হাজার একর কৃষিজমির জলাবদ্ধতার অবসান ঘটেছে। উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরিবুনিয়া, চাকামইয়া, শান্তিপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে অসংখ্য বাঁধ দিয়ে মাছ চাষের ঘের তৈরি করায় এসব জমি জলাবদ্ধ হয়ে পড়েছিল। এতে কয়েক শতাধিক কৃষক পরিবার চাষাবাদ থেকে বঞ্চিত হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের সরাসরি তত্ত্বাবধানে জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় একে একে প্রায় ২৫টি বাঁধ অপসারণ করা হয়।
এতে কৃষিজমি থেকে পানি নিষ্কাশনের পথ সুগম হয় এবং জমি চাষের উপযোগী হয়ে ওঠে। দীর্ঘদিন পর এমন কার্যক্রমে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানিয়েছেন, এ উদ্যোগ তাদের কৃষিকাজে নতুন আশার আলো দেখিয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, “চাষযোগ্য জমি জলাবদ্ধ করে কেউ ব্যক্তিস্বার্থে ঘের করবে তা মেনে নেওয়া হবে না। সরকারি জমি ও জনগণের স্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় কৃষকদের দাবি, যেন ভবিষ্যতে আর কেউ এমনভাবে বাঁধ দিয়ে জমি দখল করতে না পারে-সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।