
নিজস্ব প্রতিবেদক// বরিশালের কাশিপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী লিটন শিকদার হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মোঃ জাকির গাজী (৪০) নামের ওই ব্যাক্তিকে আটক করা হয়। র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে মোঃ জাকির হোসেন গাজীসহ অন্যান্য অভিযুক্তরা গত ৩১ জুলাই পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র দিয়ে মো: লিটন শিকদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। এরপর মৃতের ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, দামি আসবাবপত্রসহ ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় হত্যাকারীরা।
এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার একটি হত্যা মামলা দায়ের করেন মৃতের বোন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-৮ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে বরিশাল র্যাব-৮ এবং র্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকির গাজীকে সোমবার আটক করে।
গ্রেফতারকৃতকে ঢাকার শ্যামপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৮ জানিয়েছে। র্যাব-৮ ইতিপূর্বে এ মামলার ২ নং অভিযুক্ত মোঃ মিলন গাজীকে ঘটনায় জড়িত তার স্ত্রী মোসাঃ ইয়াসমিন আক্তার ইলাকে সহ গ্রেফতার করে।