
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত বেকার যুব সমাজের আট দফা দাবি আদায়ে কলাপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও আন্দোলনের প্রধান সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী মাসে তারা প্রথম মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আট দফা দাবি উপস্থাপন করেন এবং ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। সে সময় সেনাবাহিনীর কর্মকর্তার উপস্থিতিতে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে একাধিক বৈঠক হয় এবং প্রায় ৭০ শতাংশ দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে আন্দোলন ভেঙে দেওয়ার জন্য নানা ধরনের অপকৌশল চালানো হচ্ছে। আন্দোলনকারীদের নামে বেনামে মিথ্যা মামলা, হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি আন্দোলনের নেতাদের গুম ও হত্যার চেষ্টার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
রবিউল আউয়াল অন্তর আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের পর ভুক্তভোগীরা ন্যায্য মূল্য পেলেও পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পে স্বল্পমূল্যে জমি অধিগ্রহণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার শিক্ষিত যুব সমাজের পক্ষ থেকে সাত দিনের আল্টিমেটাম ঘোষণা করা হয়। এ সময় বলা হয়, যদি সাত দিনের মধ্যে আট দফা দাবির বাস্তবায়ন ও প্রতিশ্রুতির লিখিত রূপ না দেওয়া হয়, তাহলে তারা ব্লকেডসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবে। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।